অনলাইন ক্লাসের তথ্য চেয়েছে সরকার

দেশের সব সরকারি কলেজ, মাদ্রাসা ও টিচার্স ট্রেনিং কলেজে অনলাইন ক্লাস, সেমিনার-সিম্পোজিয়াম ও জার্নাল প্রকাশের তথ্য চেয়েছে সরকার। আগামী বৃহস্পতিবারের (৭ জানুয়ারি) মধ্যে এসব তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)। আজ মঙ্গলবার এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

যেসব তথ্য পাঠাতে বলা হয়েছে
*২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কতটি সেমিনার-সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে, তা বিভাগ অনুযায়ী উল্লেখ করতে হবে। না হয়ে থাকলে কী কারণে হয়নি, তার সুস্পষ্ট কারণও প্রতিবেদন আকারে পাঠাতে হবে।

*কতটি জার্নাল প্রকাশিত হয়েছে এবং না হয়ে থাকলে উদ্যোগ নেওয়া হয়েছে কি না, তা প্রতিবেদন আকারে পাঠাতে হবে।

*সর্বশেষ ২০২০ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাস পর্যন্ত অনলাইন কার্যক্রমের তথ্য পাঠাতে হবে।

*২০২১ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কতটি সেমিনার অনুষ্ঠিত হবে, তার একটি পরিকল্পনা পাঠাতে হবে।

আদেশে বলা হয়, সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন করা হলে তা আগে অধিদপ্তরকে জানাতে হবে। স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করতে হবে। সম্ভব না হলে ভার্চ্যুয়ালি করতে হবে।

অনলাইন ক্লাসের তথ্য চেয়েছে সরকার.pdf