আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ২৬ জানুয়ারি শুরু

বাংলাদেশ সরকার
ছবি: প্রতীকী

২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হবে ২৬ জানুয়ারি থেকে। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবে। ম্যানেজিং কমিটির সভাপতির মাধ্যমে নিজ নিজ মাদ্রাসাপ্রধানেরা তাঁর প্রতিষ্ঠানের বৈধ প্রতিনিধিকে আবেদনপত্র দাখিলপূর্বক মাদ্রাসা বোর্ডের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় ও মাদ্রাসা বোর্ড থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে। এ–সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

আদেশে বলা হয়, যেসব প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং ম্যানেজিং কমিটির সভাপতির পদ নিয়ে জটিলতা আছে, সেসব মাদ্রাসাপ্রধানকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নিজ নিজ মাদ্রাসাপ্রধান অথবা তাঁর প্রতিষ্ঠানের বৈধ প্রতিনিধি নির্ধারণ করতে হবে। আর রেজিস্ট্রেশন কার্ড কোনো ভুলত্রুটি থাকলে অবিলম্বে তা সংশ্লিষ্ট বোর্ড আবেদন করতে বলা হয়েছে।