ইউআইইউতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আন্তর্জাতিক সম্মেলন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উন্নত তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন (আইসিএআইসিটি-২০২০) শেষ হয়েছে। বিজ্ঞপ্তি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উন্নত তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন আইসিএআইসিটি-২০২০ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার সকালে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাঈনুউদ্দিন হাসান রশিদ এবং প্রকৌশল পেশাদারদের সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই) বাংলাদেশ সেকশনের সভাপতি অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ।

সম্মেলনে বক্তারা জানান, এ বছর আমেরিকা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, চীন, জার্মানি, জাপান, ফ্রান্স, কোরিয়াসহ বিশ্বের ১৭ দেশ থেকে ৩৯৩টি উন্নত তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক গবেষণা থেকে শক্তিশালী রিভিউ কমিটির বাছাইয়ের পর ২৬ শতাংশ অর্থাৎ মোট ১০৩টি গবেষণা আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন এবং IEEE Xplore-এ প্রকাশনার জন্য গৃহীত হয়েছে। সম্মেলনের সমাপনী দিনে অধ্যক্ষ তমিজউদ্দিন আহম্মেদ বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এসব গবেষণা বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের পাশাপাশি শিল্প উদ্যোক্তা ও শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে আসবে।

চতুর্থ শিল্পবিপ্লব সামনে রেখে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রযুক্তিগত উন্নয়ন ও চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ অর্থনীতি কীভাবে লাভবান হবে, তা নিয়ে আলোচনা করেন বক্তারা। দুই দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন সেশনে ১৮টি বৈজ্ঞানিক গবেষণার ওপর দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা আলোচনা করবেন।

ইউআইইউয়ের উপাচার্য ড. চৌধুরী মোফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইইউ সিএসই ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক ড. সালেকুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সম্মেলনের জেনারেল চেয়ার ও বুয়েট ইইই ডিপার্টমেন্টের অধ্যাপক ড. এস এ ফাত্তাহ এবং টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির চেয়ার ও ইউআইইউ সিএসই ডিপার্টমেন্টের অধ্যাপক ড. এ কে এম মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউ স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. রাকিবুল মোস্তফা এবং সঞ্চালনা করেন ইউআইইউ সিএসই ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. স্বাক্ষর শতাব্দ। বিজ্ঞপ্তি