ইএমকে দেবে তথ্য যাচাইয়ের ফ্রি কোর্স

আমাদের চারপাশে নানান তথ্য দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও নানান তথ্য দেখা যায়। কোন তথ্য সত্য, তা আমরা অনেকেই জানি না। ভুল বা মিথ্যা তথ্যের জন্য হতে পারে নানা রকম বিভ্রাট। এসব বিষয় থেকে কীভাবে সঠিক তথ্য যাচাই করবেন? তথ্য যাচাই করার একটি ফ্রি কোর্স নিয়ে আসছে ইএমকে সেন্টার। কোর্স অন ফ্যাক্ট চেকিং নামের এই কোর্স তথ্য যাচাইয়ের দক্ষতা বৃদ্ধির একটি ক্যাম্পেইন। সবাই সম্পূর্ণ বিনা মূল্যে এ অনলাইন প্রশিক্ষণ নিতে পারবেন।

ইএমকে সেন্টারের অনুষ্ঠানের বিবরণ থেকে জানা গেছে, তথ্য যাচাই করার কোর্সটি ছয় পর্বে অনুষ্ঠিত হবে। সাংবাদিক, যোগাযোগ বিশেষজ্ঞ, সাংবাদিকতার শিক্ষার্থী, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীসহ তথ্য যাচাইয়ের কাজে আগ্রহী যে কেউ এতে অংশ নিতে পারবেন। এতে প্রধান আলোচক হিসেবে থাকবেন অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলি মানিক, প্রথম আলোর জ্যেষ্ঠ বার্তা সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার চিফ রিপোর্টার মোর্শেদ নোমান, নিউজ টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক বোরহানুল হক সম্রাটসহ বিশিষ্ট সাংবাদিকেরা। প্রশিক্ষণ শেষে সনদও দেওয়া হবে। যাঁরা সত্য–মিথ্যা তথ্য যাচাইয়ের প্রশিক্ষণে আগ্রহী, তাঁরা অংশ নিতে পারেন এই কোর্সে।

ছয় দিনের কোর্সের এই প্রশিক্ষণ শুরু হবে ৯ আগস্ট থেকে। চলবে ২৬ আগস্ট পর্যন্ত। আগ্রহী ব্যক্তিদের অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের শেষ তারিখ ৫ আগস্ট।
নিবন্ধনের লিংক: https://forms.gle/pYfnr6HFESUxURdW9