ইনস্টিটিউশনাল ইমেইল আইডি পাচ্ছেন জাবি শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষকদের পর এবার ইনস্টিটিউশনাল ইমেইল আইডি পাচ্ছেন শিক্ষার্থীরা। গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ইনস্টিটিউশনাল ইমেইল আইডি দেওয়ার কার্যক্রম পরিচালনার অনুমতি দেন। বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি এবং উইক এন্ড কোর্সের শিক্ষার্থীরা ইনস্টিটিউশনাল ইমেইল আইডির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য শিক্ষার্থীদের https://www.juniv.edu/student-email/apply তে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা আইডি কার্ডের পরিবর্তে ভর্তি স্লিপের ইমেজ আপলোড করে আবেদন করতে পারবে। যে সকল ছাত্রছাত্রীদের আইডি কার্ড হারিয়ে গিয়েছে অথবা হলে অথবা অন্যত্র আছে তারা বিভাগীয় সভাপতির নিকট থেকে authorization এর কপি আপলোড করে আবেদন করতে পারবে।