ইবির ২৬ শিক্ষক পেলেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি খাত থেকে বিশেষ গবেষণায় অনুদানের জন্য ২০২০-২১ অর্থবছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের মোট ২৬ জন শিক্ষক মনোনীত হয়েছেন। ইবির অতিরিক্ত রেজিস্ট্রার নওয়াব আলী জানান, তিনি এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব গোলাম মোস্তফার স্বাক্ষরিত একটি চিঠি পেয়েছেন।

বায়োলজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে মনোনীত শিক্ষকেরা হলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু, সহযোগী অধ্যাপক ড. মফিজুর রহমান, সহকারী অধ্যাপক রেজাউল করিম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ, সহযোগী অধ্যাপক ড. হেলাল উদ্দিন।

এনভায়রনমেন্টাল সায়েন্স ক্যাটাগরিতে সহযোগী অধ্যাপক ড. শাহিনুজ্জামান, সহযোগী অধ্যাপক নাসির উদ্দীন খান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা জামাল, প্রভাষক আনিসুল কবির মনোনীত হয়েছেন।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স ক্যাটাগরিতে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান, অধ্যাপক ড. আয়েশা আক্তার জামান, অধ্যাপক ড. আতিকুর রহমান, অধ্যাপক ড. শরীফ মো. আল রেজা, অধ্যাপক ড. মিনহাজুল হক, সহযোগী অধ্যাপক ড. সাদিকুল ইসলাম, অধ্যাপক ড. আরিফুজ্জান জামান খান, সহযোগী অধ্যাপক ড. আহসানুল হক, অধ্যাপক ড. শামসুল আলম, সহযোগী অধ্যাপক এস এম আবদুর রাজ্জাক মনোনীত হয়েছেন।

একই ক্যাটাগরিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবদুল মোমিন, সহযোগী অধ্যাপক খায়রুল ইসলাম, অধ্যাপক ড. হুমায়ুন কবির, অধ্যাপক ড. খলিলুর রহমান। এ ছাড়া ইন্টার ডিসিপ্লিনারি ক্যাটাগরিতে অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের অধ্যাপক এ টি এম মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক কামরুজ্জামান মনোনীত হয়েছেন।

নওয়াব আলী জানান, মনোনীত শিক্ষকেরা এ প্রকল্প থেকে দুই লাখ থেকে তিন লাখ করে টাকা পাবেন। বায়োলজিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার ডিসিপ্লিনারি ক্যাটাগরিতে ৫৭৯টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য ১ হাজার ১৫৮ জন শিক্ষক মনোনীত হয়েছেন।