উইমেন্স ম্যাথমেটিকস অলিম্পিয়াডে সেরা ১০ নারী শিক্ষার্থী

বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস অলিম্পিয়াডে সেরা হলেন ১০ নারী শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস অলিম্পিয়াডে সেরা হলেন ১০ নারী শিক্ষার্থী। বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস অলিম্পিয়াড কমিটি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পঞ্চমবারের মতো এ আয়োজন করেছে। ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে এবারের আয়োজন ৫ মার্চ সকালে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। গণিত বিষয়ে ছাত্রীদের মধ্যকার এ প্রতিযোগিতায় দেশের ২৫টির বেশি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অংশ নেন। আজ সোমবার সকালে অনলাইনে সমাপনী অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন সাদেকা হালিম, গণিত বিভাগের চেয়ারম্যান সেলিনা পারভীন, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান মো. শওকাত আলী, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস অলিম্পিয়াড কমিটির সভাপতি চন্দ্রনাথ পোদ্দার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ড. তানিয়া শারমিন খালেক। বিজ্ঞপ্তি

১০ শিক্ষার্থী হয়েছেন সেরা
ছবি: সংগৃহীত