এআইইউবিতে ফাইভ–জি প্রযুক্তি নিয়ে ওয়েবিনার

ছবি: বিজ্ঞপ্তি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আনোয়ারুল আবেদীন সম্মানে নিয়মিত লেকচার সিরিজের অংশ হিসেবে ফাইভ-জি প্রযুক্তি বিষয়ে ওয়েবিনারের আয়োজন করা হয়েছিল। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে এ ওয়েবিনারের আয়োজন করা হয়।

ওয়েবিনারে নরওয়ের টেলিনর গ্রুপের গবেষক ড. আন্দ্রেজ গঞ্জালেজ অতিথি বক্তা হিসেবে ফাইভ-জি প্রযুক্তি বিষয়ে তাঁর অভিজ্ঞতালব্ধ মূল্যবান বক্তব্য তুলে ধরেন। তুলনামূলক নতুন এই প্রযুক্তির সম্ভাব্য ব্যবহার এবং চাহিদা নিয়ে আলোকপাত করেন তিনি।

ছবি: বিজ্ঞপ্তি

এআইইউবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এ বি এম সিদ্দিক হোসেন ওয়েবিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন। অতিথি এবং অংশগ্রহণকারীদের স্বাগত জানানোর পাশাপাশি এ বি এম সিদ্দিক হোসেন ফাইভ-জি প্রযুক্তি ব্যবহার করে বর্তমান বিশ্বে আধুনিক জীবনযাত্রা সহজ-সাবলীল এবং আরও কার্যকর করে তোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কেমন হওয়া উচিত, সেটা নিয়ে মতামত জানতে চান।

কি-নোট প্রেজেন্টেশনের পরে প্রকৌশল অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. মো আবদুর রহমান, ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ওয়েবিনারটির সমাপ্তি ঘোষণা করেন। সবার শেষে ড. গঞ্জালেজের কাছে প্রশংসাপত্র পেশ করা হয়। ওয়েবনারটির মডারেশনের দায়িত্বে ছিলেন ড. দীপ নন্দী, পরিচালক, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

ওয়েবিনারে ড. মো মাহবুব চৌধুরী মিশু, (বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স) ও বিশ্ববিদ্যালয়ের অন্য ফ্যাকাল্টি সদস্য, কর্মকর্তা, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের এলামনাই সদস্য এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তিরা অংশগ্রহণ করেন। জুমের মাধ্যমে প্রায় ৫০০ জন অংশগ্রহণকারী ওয়েবিনারে সংযুক্ত হন, যেটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সফল একটি কার্যক্রম। বিজ্ঞপ্তি