এমপিও শিক্ষকদের জুনের বেতন-বোনাস ছাড়

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি)
ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন ও ঈদুল আজহার উৎসব ভাতার সরকারি অংশ মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) চেক ছাড় করা হয়েছে। একই সঙ্গে ঈদুল আজহার উৎসব ভাতার চেকও ব্যাংকে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার (৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ তথ্য জানানো হয়। বেতন-ভাতা উত্তোলনের শেষ দিন ১৪ জুলাই। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

বেতনের সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী নির্ধারিত চারটি ব্যাংক (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) শাখায় পাঠানো হয়েছে। শিক্ষকেরা ১৪ জুলাই পর্যন্ত তাঁদের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকেো বেতনের শত ভাগ ঈদ বোনাস দাবি করে এলেও তার বাস্তবায়ন হয়নি। তাঁরা বেতনের ২০ শতাংশ ঈদ বোনাস পেয়েছেন জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে আগামী ঈদ বোনাস শত ভাগ দিতে সরকার সদয় হবে বলেও প্রত্যাশা শিক্ষকনেতাদের।