ওরা জ্বালায় ঠিকই, কিন্তু ভালোবাসে তার চেয়েও বেশি

কলেজ ইউনিফর্ম পরে আবার প্রিয় ক্যাম্পাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের প্রজ্ঞা পারমিতা রহমান
ছবি: সুমন ইউসুফ

প্রায় ১৭ মাস পর খুলছে স্কুল-কলেজ। অনলাইনে শিক্ষক-শিক্ষার্থীদের দেখা হয়েছে বটে, কিন্তু সামনাসামনি দেখা হয়নি বহু দিন। এত দিন পর নিজেদের ‘ঠিকানায়’ ফেরার অনুভূতি লিখেছেন রাজউক উত্তরা মডেল কলেজের সহযোগী অধ্যাপক সুদীপা বড়ুয়া

অনলাইনের আড়মোড়া ভেঙে আবার নতুন জীবনে অভ্যস্ত হতে হবে ওদের। ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়, দেড় বছরে কিছু অভ্যাস রপ্ত হয়ে গিয়েছিল। কিছুটা জড়তা, কিছুটা আরাম, কিছুটা আলস্য, কিছুটা দুষ্টুমি মিলিয়ে এখন যেন স্কুলে ফেরার ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। বেশি কুচোগুলোর আগ্রহ সবচেয়ে বেশি। নতুন ক্লাস, নতুন ইউনিফর্ম, নতুন বন্ধু। রোমাঞ্চ তাই টগবগিয়ে ফুটছে। সদ্য গোঁফ গজানোগুলোই বুঝে উঠতে পারছে না—শুয়ে-বসে, গড়িয়ে, দাঁড়িয়ে, মাঠে-ঘাটে যত্রতত্র যেভাবে এত দিন ক্লাস করেছে সেটা ভালো, নাকি সাতসকালে মায়ের বকা খেতে খেতে চোখ কচলে কোনোরকমে ছুট লাগিয়ে আবার সেই পুরোনো স্কুলটাতে ফেরার আনন্দই বেশি।

যা-ই ভাবুক, চাপা রোমাঞ্চ যে ওদের অস্থির করে তুলেছে, সেটা বেশ টের পাচ্ছি। কত রকম প্রশ্ন যে মাথায় ঘুরপাক খাচ্ছে। আর আমাদের জ্বালিয়ে মারছে।

যতই লেপের তলা থেকে কোনোরকম কানে হেডফোন গুঁজে লগইন করুক, এত দিন পর সবাইকে দেখার যে আনন্দ আর খুশি তাদের চোখে ঝিলিক দিয়ে উঠবে—সেটা দেখার জন্য ভেতরটা আকুলিবিকুলি করছে ভীষণ।

সুদীপা বড়ুয়া
ছবি: সংগৃহীত

যদিও ক্লাসের অর্ধেকটা সময় ‘ওহে তোমরা ভিডিওটা একটু অন করো বাছাধনেরা’ বলে বকাঝকাতেই চলে যায়, তবু এই বকুনিগুলো না দিলে যেন দিনটা কেমন আলুনি হয়ে যায়।

ওরা তো বোঝে না এই চাঁদমুখগুলো দেখার জন্যই আমরা হাপিত্যেশ করে বসে আছি এত দিন।

সারা ক্যাম্পাসে দাপাদাপি, হইহুল্লোড়, ছোটাছুটি, অ্যাসেম্বলিতে গলা ছেড়ে গাওয়া ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’, বাস্কেটবল গ্রাউন্ডে বাস্কেটের বদলে স্ট্যান্ড ধরে ঝোলাঝুলি, ফুটবল ম্যাচে হেরে গিয়ে টলমল চোখেমুখ লুকিয়ে ফেলা, মিসদের কাছে যত আবদার, সারা বছর না পড়ে পরীক্ষার খাতায় একটা নম্বর বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন...সেই দিনগুলো ফিরে আসছে আবার।

ঝকঝকে হাসিমাখা মুখ আর সারল্যভরা চোখগুলো যেন আমাকে, আমাদের চুম্বকের মতো টানছে। এরা জ্বালায় ঠিকই, কিন্তু ভালোবাসে তার চেয়েও বেশি। এই ভালোবাসার প্রাপ্তিতে আমাদের জীবন কানায় কানায় পরিপূর্ণ। এ ভালোবাসায় কোথাও কোনো খাদ বা কোনো স্বার্থ নেই। বহু দিন অদেখার পর যখন পুরোনো মুখগুলো ‘মিইইইস’ বলে ছুটে আসে, তখন তো মনে হয় আমার জীবনপাত্র উচ্ছলিয়া কে যেন সমস্ত মাধুরী দান করে দিয়েছে। ওরাই তো আমাদের জিয়নকাঠি। পৃথিবীর তাবড় ধনীরা আমাদের কাছে একেবারেই তুচ্ছ! নস্যি। আমাদের যা আছে, তার ধারেকাছে ওরা নয়।

আজ অনেক দিন পর নির্ঝরের স্বপ্ন ভেঙে আবার ওরা মূল স্রোতে ফিরবে। তাই অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ সবার কাছেই বিনীত অনুরোধ, হয়তো এ কয়েকটা দিন খুব ধরেবেঁধে কষে ওদের পড়ানো যায়নি। তাই বলে স্কুল খোলামাত্র ওদের রামগরুড়ের ছানাটি বানিয়ে দেবেন না। হাসতে দিন, খেলতে দিন। বুক ভরে নিশ্বাস নিতে দিন। জীবনের কঠিন–কঠোর দিনগুলো তো পড়েই আছে যুদ্ধ করার জন্য। এখন বরং দুহাত ভরে দিতে শেখান। তবেই কোনো একদিন ফেরত পাবে ওই দুহাত ভরেই।