কুড়িগ্রামে আইইউবির শীতবস্ত্র বিতরণ

আইইউবির পক্ষ থেকে কুড়িগ্রামের দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশু, পুরুষ ও নারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়
ছবি: বিজ্ঞপ্তি

উত্তরের জেলা কুড়িগ্রামের দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশু, পুরুষ ও নারীদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ডিভিশন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং দ্য ডিউক অব এডিনবার্গস অ্যাওয়ার্ডের (ডিইএÑআইইউবি) সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। সম্প্রতি উলিপুর উপজেলার ৪টি ইউনিয়নের ৭০০ পরিবারের মধ্যে কম্বল, শাল, টুপি, সোয়েটার ও পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয়।

কাশেম গ্রুপের মানবিক কার্যক্রম পরিচলানাকারী কাশেম ফাউন্ডেশন এ ত্রাণ বিতরণে সহায়তা করে। কম্বল এবং আর্থিক অনুদান দিয়ে সহায়তা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক; রেডিয়্যান্ট ফার্মাসিউটিক্যালস; আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী; ট্রাস্টি রাশেদ চৌধুরী এবং উলিপুর উপজেলার মেয়র তারিক আবুল আলা চৌধুরী। বিজ্ঞপ্তি