চবিতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত এখনো বহাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত এখনো বহাল রেখেছে কর্তৃপক্ষ। পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে শিক্ষার্থীরা সমাবেশ করলে সিদ্ধান্ত পর্যালোচনা করার কথা বলেছিলেন প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া। আজ সোমবার শিক্ষার্থীদের পর্যালোচনার ফলাফল জানানোর কথা ছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে। আর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানিয়েছেন, তাঁরা শিক্ষামন্ত্রীর ফিরতি চিঠির অপেক্ষায় রয়েছেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা স্থগিত করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করেন। পরদিন পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীরা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। সেখান থেকে তাঁরা পরীক্ষা সম্পন্ন করার দাবি জানান। শিক্ষার্থীদের এ দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন ছাত্র উপদেষ্টা সিরাজ উদ দৌল্লাহ। তিনি চলমান পরীক্ষা সম্পন্ন করতে সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রী দীপু মনির কাছে চিঠি পাঠান। বিশ্ববিদ্যালয়ের ই-মেইল থেকে ওই চিঠি পাঠানো হয়।

শিক্ষার্থীরা বলছেন, এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। পরীক্ষা সম্পন্ন করলে তাঁরা উপকৃত হবেন। স্থগিতের সিদ্ধান্ত তুলে না নেওয়ায় আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন বলে জানান তাঁরা।

আর শিক্ষামন্ত্রীর চিঠির জবাব পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারব না। ছাত্র উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছেন।

এখন মন্ত্রণালয় থেকে ইউজিসি হয়ে পরীক্ষার বিষয়ে নির্দেশনা এলে তা কার্যকর করা হবে। আমরা অপেক্ষা করছি।’

আরও পড়ুন