টিকটকে গিনেস রেকর্ড গড়া মার্কিন তরুণী এখন অ্যাপের ব্যবসায়

চার্লি ডি অ্যামিলিও
ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ওয়েবসাইট

চার্লি ডি অ্যামিলিও, বয়স মাত্র ১৬ বছর। এই বয়সে রীতিমতো সেলিব্রিটি। কারণ, টিকটকে সর্বোচ্চ অনুসারী নিয়ে গড়ে ফেলেছে রেকর্ড। আর কিশোরদের জন্য ব্যাংকিং অ্যাপে বিনিয়োগ করে কামাচ্ছেন অর্থও।

মার্কিন যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের একটি স্কুলের শিক্ষার্থী চার্লি অ্যামিলিও। তবে সম্প্রতি তার পরিবার লস অ্যাঞ্জেলেসে বাস করছে। টিকটকে ভিডিও বানানো শুরুর পরই বাজিমাত করেছে সে। আর ব্যাংকিং অ্যাপ ‘স্টেপ’-এর এই উদ্যোক্তা এখন তারকা। চার্লির শুরুটা কিন্তু এমন ছিল না। বন্ধুদের টিকটক ভিডিওর নাচে সাহায্য করত প্রথমে। পরে নিজেই ভিডিও বানানো শুরু করে। তার পোস্ট করা প্রথম ভিডিওটিই বেশ জনপ্রিয়তা পায়। এর পরের গল্প সফলতার।

ভিন্নতা আর বৈচিত্র্যতার কারণে তার টিকটক ভিডিও অনুসরণ করতে থাকেন ভক্ত–অনুসারীরা। ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে সবচেয়ে বেশি অনুসারী নিয়ে গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডে ঠাঁই করে নিয়েছে ১৬ বছর বয়সী মার্কিন কিশোরী চার্লি। তবে চার্লি আলোচনায় শুধু টিকটকের কারণে নয়। নতুন আলোচনা ‘স্টেপ’ অ্যাপের কারণে। ব্যাংক নিয়ে অ্যাপ বানানোয় যুক্ত আছে আর বিনিয়োগ করে কামাচ্ছে প্রচুর অর্থ।

চার্লি বন্ধুদের টিকটক ভিডিওর নাচে সাহায্য করত প্রথমে। পরে নিজেই ভিডিও বানানো শুরু করে
ছবি: ইনস্টাগ্রাম

গিনেস রেকর্ডে চার্লি

বর্তমানে পুরুষ ব্যবহারকারীদের মধ্যে সর্বাধিক অনুসারী আছে যুক্তরাষ্ট্রের জ্যাক কিংয়ের। তাঁর বর্তমান অনুসারী ৫ কোটি ৩০ লাখ। চার্লির অনুসারী সংখ্যা নভেম্বরের শেষে ছিল ১০ কোটি ১০ লাখ। এ বছরের এপ্রিলে প্রথম ব্যবহারকারী হিসেবে পাঁচ কোটি অনুসারীর মাইলফলক অতিক্রম করে চার্লি। গত ২২ নভেম্বর নিজেই নিজের রেকর্ড ভেঙে প্রথম ব্যক্তি হিসেবে ১০ কোটি অনুসারীর মাইলফলক ছুঁয়েছে সে। আর এতে গিনেস রেকর্ড গড়েছে সে।

তার একেকটি ভিডিও টিকটকে ছাড়ার পরই সাড়া পড়ে ভক্তদের মধ্যে
ছবি: ইনস্টাগ্রাম

নাচের মাধ্যমে ইতিবাচক ধারণা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আরেকজন ব্যবহারকারীর সঙ্গেও কাজ করে চার্লি। সেই ভিডিও টিকটকে তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। এরপর থেকে দ্রুতই তার অনুসারী বাড়তে থাকে। টিকটকে চার্লি শুধু নাচের ভিডিওই নয়, সাইবার বুলিংসহ আরও নানা গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরেছে নানা সময়ে।

চার্লি ডি অ্যামিলিও টিকটক থেকে বছরে আনুমানিক ৪০ লাখ ডলার আয় করে। ব্যাংকিং অ্যাপ ‘স্টেপ’ বানাতে প্রচুর অর্থ বিনিয়োগ করেছে সে। ‘স্টেপ’ তৈরিতে চার্লির সঙ্গে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে রয়েছেন গায়ক জাস্টিন টিম্বারলেক ও সাবেক ক্রীড়াবিদ এলি ম্যানিংও। পরে অবশ্য আরও অনেকে যুক্ত হয়েছেন তাঁদের সঙ্গে।

ভিন্নতা আর বৈচিত্র্যতার কারণে চার্লির টিকটক ভিডিও অনুসরণ করতে থাকেন ভক্ত–অনুসারীরা। ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে সবচেয়ে বেশি অনুসারী নিয়ে গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডে ঠাঁই করে নিয়েছে ১৬ বছর বয়সী মার্কিন কিশোরী চার্লি। তবে চার্লি আলোচনায় শুধু টিকটকের কারণে নয়। নতুন আলোচনা ‘স্টেপ’ অ্যাপের কারণে

স্টেপের আয়

বাজারে আসার দুই মাসেই সাড়ে ফেলে দেয় কিশোরদের জন্য যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক অনলাইন ব্যাংকিং সুবিধার অ্যাপ ‘স্টেপ’। এ অ্যাপের মাধ্যমে কিশোর-কিশোরীরা একটি ব্যাংক অ্যাকাউন্ট পেতে পারে। এটি সুরক্ষিত ডেবিট কার্ড এবং পিয়ার-টু-পিয়ার পেমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত। অ্যাপের উদ্যোক্তারা জানান, যারা কিশোর বয়সীদের ব্যাংকিং সুবিধা দেয়, তাদের কাছ থেকে তহবিল পেয়েছে ‘স্টেপ’। এদের মধ্যে অন্যতম হলো স্ট্রাইপ, হলিউড অভিনেতা উইল স্মিথের ড্রিমার্স ভিসি, ক্রসলিংক ক্যাপিটাল ও কল্যাবরেটিভ ফান্ড।

কানেটিকাটের এই স্কুলের শিক্ষার্থী এখন ব্যাংকিং অ্যাপ বানিয়েছে
ছবি: ইনস্টাগ্রাম

অ্যাপটির মাধ্যমে মা–বাবাসহ অভিভাবকেরা অ্যাকাউন্টের ব্যালান্স দেখতে পারেন এবং অ্যাকাউন্টের সব কার্যক্রমের ওপর রিয়েল টাইমে নজর রাখতে পারেন। পাশাপাশি তাঁরা কিশোর বয়সী সন্তানের অ্যাকাউন্টে টাকা জমা করে দিতে পারেন, কার্ড পরিচালনা এবং অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারেন। এটি ব্যবহার করতে কোনো ফি দিতে হয় না।

স্টেপের প্রধান নির্বাহী কর্মকর্তা সি জে ম্যাকডোনাল্ড বলেন, দুই মাস আগে চালু হওয়ার পর স্টার্টআপটির প্রতি পাঁচ লাখের বেশি ব্যবহারকারী আকৃষ্ট হয়েছেন। যে তহবিল তাতে তাঁরা পাচ্ছেন, তা তাঁদের কর্মীবাহিনীকে আরও বড় করতে এবং প্রযুক্তিতে বিনিয়োগ করতে সহায়তা করবে।

তথ্যসূত্র: সিএনএন ও রয়টার্স