টিকা পেতে নিবন্ধন করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা

করোনার টিকা
ছবি : রয়টার্স

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার বাধা কাটছে। দেশে আগামী দুই দিনে মোট ৪৫ লাখ করোনার টিকা আসছে।

সরকারের পক্ষ থেকে এ ঘোষণার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বৃহস্পতিবার জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে যেসব শিক্ষার্থীর তালিকা (জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) জমা দেওয়া হয়েছে, সেসব শিক্ষার্থী করোনার টিকাসংক্রান্ত সুরক্ষা ডটকমে প্রবেশ করে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

আরও পড়ুন

ইউজিসির একজন কর্মকর্তা বৃহস্পতিবার প্রথম আলোকে জানিয়েছেন, নিবন্ধনের পর তারিখ অনুযায়ী নিবন্ধিত শিক্ষার্থীরা টিকা দিতে পারবেন। নিবন্ধনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে আজই নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য সুরক্ষা ডটকমে আলাদা একটি অপশন রাখা হয়েছে।

ইউজিসি সূত্রে জানা গেছে, ৩৮টি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১ লাখ ৩ হাজার ১৫২ জন আবাসিক শিক্ষার্থীর তালিকা দেওয়া হয়েছে। কিন্তু কবে টিকা দেওয়া হবে, তা ঠিক হচ্ছিল না। টিকা দিতে দেরি হওয়ায় বিশ্ববিদ্যালয় খোলাও দেরি হচ্ছে।