ঢাবিতে অনলাইনে মানসিক স্বাস্থ্যসেবা নিতে পারবেন শিক্ষার্থীরা

করোনাকালে শিক্ষার্থীদের মানসিক অবসাদ দূর করতে অনলাইনে ‘সাইকোলজিক্যাল কাউন্সেলিং প্রোগ্রাম’ সেবা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের যে মানসিক চাপ সৃষ্টি হয়েছে, তা দূর করতে বিশ্ববিদ্যালয় এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহযোগিতায় এই কাউন্সেলিং সেবার আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থীরা ২০ অক্টোবর অনলাইনের মাধ্যমে এ পরামর্শ সেবা নিতে পারবেন। শিক্ষার্থীরা ডিসেম্বর পর্যন্ত এ সেবা নিতে পারবেন। এই প্রোগ্রামে অংশ নিতে কোনো ফি লাগবে না। এতে শিক্ষার্থীদের সঙ্গে এককভাবে আলোচনা করে তাদের মানসিক চাপ নিরসন ও মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেওয়া হবে।