ঢাবিতে প্রথম আন্তর্জাতিক স্টুডেন্ট রিসার্চ কনফারেন্স

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গবেষণা সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (ডিইউআরএস)। এ গবেষণা সংসদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক স্টুডেন্ট রিসার্চ কনফারেন্স (1st International Student Research Conference-2020)। আগামীকাল রোববার (৬ ডিসেম্বর) অনলাইন প্ল্যাটফর্ম জুমে সকাল ৯টায় শুরু হয়ে কনফারেন্স চলবে বিকেল ৫টা পর্যন্ত।

দিনব্যাপী কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন ভারতের পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাজকুমার কুঠারী।

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া কনফারেন্স সঞ্চালনা করবেন বর্তমান সভাপতি নাসরিন জেবিন।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও ঢাবি গবেষণা সংসদের মডারেটর ড. মুহাম্মদ মনজুরুল করিম, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারপারসন ও ঢাবি গবেষণা সংসদের মডারেটর ড. ফাজরিন হুদা, পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বিশ্বনাথ চক্রবর্তী, পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. অনিল কুমার বিশ্বাস, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, ইরানের ইসলামিক ইয়াজদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. কাজেম কাহদুয়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে উপস্থিত থাকবেন গ্লোবাল সেন্টার ফর ইনোভেনশন অ্যান্ড লার্নিংয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শাকিল মালিক এবং ইংল্যান্ডের টিসাইড ইউনিভার্সিটির প্রভাষক মো. নাজমুল ইসলাম প্রমুখ।

ভারত, ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বাংলাদেশের প্রায় ১৫০ জন তরুণ গবেষক, শিক্ষক ও স্কলার অংশ নিচ্ছেন এই কনফারেন্সে। দিনব্যাপী কনফারেন্সে ৫টি টেকনিক্যাল সেশনে ৫০টিরও অধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন ওপেন একসেক বাংলাদেশের প্রতিষ্ঠাতা কনক মনিরুল ইসলাম, মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ সুরুজ। এ ছাড়া ধন্যবাদ জ্ঞাপন করবেন ঢাবি গবেষণা সংসদের সাধারণ সম্পাদক মো. ইসতিয়াক উদ্দিন। ভার্চ্যুয়াল কনফারেন্সের আইটি সহযোগিতায় রয়েছে- Wiz Tecbd, রেডিও প্রচার সহযোগী হিসেবে Dhaka fm এবং কৌশলগত সহযোগী হিসেবে রয়েছে গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং, যুক্তরাষ্ট্র (Global Center for Innovation and Learning (GCFIL), ওপেন একসেস বাংলাদেশ এবং মুক্ত আসর।

‘রিসার্চ ফর এ বেটার ওয়ার্ল্ড’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালের ৬ ডিসেম্বর। মূলত প্রতিষ্ঠার চার বছর পূর্তিতে দেশে প্রথম শিক্ষার্থীদের নিয়ে এমন আন্তর্জাতিক গবেষণা সম্মেলন আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এই বিষয়ে সংগঠনটি বর্তমান সভাপতি নাসরিন জেবিন বলেন, ‘যেহেতু ৫টি দেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৫০ জন শিক্ষক ও গবেষক এই কনফারেন্সে অংশগ্রহণ করবেন, তাই প্রস্তুতিটা একটু জোরালোভাবেই নিতে হচ্ছিল। কিন্তু কোভিড-১৯-এর সময়গুলোতে কাজ করা খুব চ্যালেঞ্জিং বিষয়। তবে শত প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে একটি আন্তর্জাতিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটি আমাদের মতো তরুণ গবেষকদের জন্য একটি বিশেষ প্রাপ্তি। আশা করছি সামনের দিনগুলোতে সবার সহযোগিতায় খুব জোরালোভাবে এ রকম তারুণ্যদীপ্ত আয়োজন করতে পারব, যা দেশ ও দশের জন্য সুনাম বয়ে আনবে।’

সাধারণ সম্পাদক মো. ইসতিয়াক উদ্দিন বলেন, ‘আজ থেকে ৪ বছর আগে প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটির সঙ্গে ছিলাম। আজ ৪ বছর পর এসে সাবেক অগ্রজ, বর্তমান কমিটির সব নির্বাহী, রিসার্চ ম্যানেজার, কো-অরডিনেটরসহ সবার আন্তরিক প্রচেষ্টায় এই আয়োজন আমরা করতে পারছি।’

প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক বলেন, ‘চার বছর আগে আমরা এমন একটা স্বপ্ন দেখেছিলাম যে শিক্ষার্থীদের জন্য ইন্টারন্যাশনাল রিসার্চ কনফারেন্স আয়োজন করব, যেখানে স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়ন করা শিক্ষার্থীরা নিজ নিজ গবেষণাপত্র উপস্থাপন করবেন। রিসার্চ সোসাইটি প্রতিষ্ঠার পর ধীরে ধীরে এই বিষয়ে আমরা কাজ করতে থাকি, যেখানে স্নাতক শিক্ষার্থীদের গবেষণাকে স্বীকৃতিই দেওয়া হয় না, সেখানে এমন একটি আয়োজনের স্বপ্ন দেখা সত্যিই দুঃসাধ্য ব্যাপার ছিল। সীমাবদ্ধতা ও নানা ব্যস্ততার মধ্যেও আমরা চেষ্টা করে গেছি।’