ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তির জন্য আবেদন আহ্বান

কার্জন হল। ঢাকা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বৃত্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্য থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

ঢাবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মধ্য থেকে একজন দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্র/ছাত্রীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেওয়া সিদ্ধান্তের আলোকে ইউজিসির বৃত্তি দেওয়া হবে।

ইউজিসি মেধাবৃত্তিধারী শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন।

মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থী ক্যাটাগরির ক্ষেত্রে শর্তাবলি ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে এ বৃত্তি দেওয়া হবে, প্রতিটি শিক্ষাবর্ষ থেকে সর্বোচ্চ একজন মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীকে চার বছরের জন্য বৃত্তি দেওয়া হবে। যেসব শিক্ষার্থী সব পর্যায়ের পরীক্ষাতে প্রথম বিভাগ/ প্রথম শ্রেণিতে অথবা সমমানের ফলাফল করে উত্তীর্ণ হয়েছেন, কেবল তাঁরাই এই বৃত্তি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। অনিয়মিত শিক্ষার্থী মনোনয়নের যোগ্য নন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত ফরম পূরণ করে ১৭ জুনের মধ্যে সব নম্বরপত্র, বিভাগের প্রত্যয়নপত্র, পরিচয়পত্র, প্রতিবন্ধী পরিচয়পত্র, বিভাগীয় চেয়ারম্যান/ প্রভোস্টের স্বাক্ষরসহ ২০৮(ক) নম্বর রুমের বৃত্তি শাখাতে জমা দিতে হবে।