নন-এমপিও শিক্ষকদের বেতন না দিলে অনার্স অধিভুক্তি বাতিল

জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজগুলোয় কর্মরত নন–এমপিও শিক্ষকদের বেতন দিতে সংশ্লিষ্ট কলেজগুলোর প্রশাসনকে নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, শিক্ষকদের বেতন না দেওয়া হলে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সের অধিভুক্তি বাতিল করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় এ নির্দেশনা দিয়ে কলেজগুলোয় চিঠি পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজগুলোকে জানানো যাচ্ছে যে, অনার্স অধিভুক্তি প্রদানের আগে ওই কোর্সের নিয়োগ করা শিক্ষকদের বিষয়ে কলেজ থেকে দেওয়া অঙ্গীকারনামা মোতাবেক তাঁদের বেতন-ভাতাদি নিয়মিত দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো। এ নির্দেশনা পালন করা না হলে সংশ্লিষ্ট বিষয়ে অধিভুক্তি বাতিলের কার্যক্রম গ্রহণ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবি : সংগৃহীত

গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধের সময় শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি আদায় করা হলেও নন–এমপিও শিক্ষকদের বেতন ঠিকমতো দেওয়া হয় না বলে অভিযোগ করেন অনেক কলেজ শিক্ষক। এরই পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।