নভেম্বরে ফিলিপ কটলারের ই-ওয়ার্ল্ড মার্কেটিং সামিট

ফিলিপ কটলারের ই-ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী আধুনিক মার্কেটিংয়ের জনক ও মার্কেটিং গুরু হিসেবে খ্যাত প্রফেসর ফিলিপ কটলারের ই-ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২০ আগামী ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে এবারের সামিট অন্যান্য বছরের চেয়ে সম্পূর্ণ ভিন্ন ও ব্যতিক্রমী। প্রতিটি ধাপে রয়েছে নতুনত্ব ও আকর্ষণ। বিশ্বব্যাপী কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় ‘ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২০’-কে এবার ‘ইলেকট্রনিক ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২০’ ঘোষণা করা হয়েছে। তাই এ সামিট অনুষ্ঠিত হবে অনলাইনে। ভার্চ্যুয়াল জগতের শতভাগ প্রয়োগ হবে এখানে, যা বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম। এ সামিটে ফিলিপ কটলার ও তাঁর দল, বিশ্বের মার্কেটিং নেতৃবৃন্দ, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, মার্কেটিং দুনিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি, সফল উদ্যোক্তা, নিউরোমার্কেটার, সামাজিক উদ্যোক্তা, ডিজিটাল মার্কেটিংয়ের গুরুরা বক্তব্য দেবেন।


ইতিহাসের পাতায় এই প্রথম এত বড় ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সামিটে একই সময়ে, একই মঞ্চে ১০৪ দেশের সম্মানিত অতিথিরা যুক্ত থাকবেন। শুধু তা-ই নয়, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক সব মিলিয়ে ৮৪ জন বক্তা থাকবেন, যাঁরা কথা বলবেন মার্কেটিংয়ের বিভিন্ন দিক নিয়ে, করবেন চুলচেরা বিশ্লেষণ। এই সামিটের অন্যতম লক্ষ্য হলো কোটি কোটি ভিউয়ার্সকে একত্র করা ও জ্ঞানের সাগরে ভ্রমণ করানো। আরও আকর্ষণীয় বিষয় হলো এই আন্তর্জাতিক সামিটে একাধিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা উপস্থিত থাকবেন, দেবেন তাঁদের মূল্যবান বক্তব্য।


ইতিমধ্যে বাংলাদেশের প্রায় ৬০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও ক্লাব, সেই সঙ্গে দেশের সেরা মাল্টিন্যাশনাল কোম্পানি ও করপোরেট কোম্পানিগুলো অংশ নিচ্ছে। এ ছাড়া ফিলিপ কটলারের লেখা ‘এসেনশিয়ালস অব মার্কেটিং: বাংলাদেশ এডিশন’ বইয়ে নিজেদের সাফল্য ও কোস স্টাডি মনোনয়নের জন্য জমা দেওয়া যাবে, যা বিশ্বের সেরা একাডেমিশিয়ানদের প্যানেলের মাধ্যমে বইয়ে স্থান পেতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট বিপণন নেতৃবৃন্দ, ব্যবস্থাপক, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও বিপণন পেশাজীবীরা অনলাইনের মাধ্যমে নিবন্ধন করে অংশগ্রহণ করতে পারবেন। তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি করা হবে।


প্রথম ক্যাটাগরি: অ্যাডভান্স লারনারদের (শিক্ষার্থী) জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮০০ টাকা। দুদিন ব্যাপী এই সামিটের পূর্ণ এক্সেস এবং অধ্যাপক কটলার স্বাক্ষরিত ই-সার্টিফিকেট পাবেন তাঁরা।


দ্বিতীয় ক্যাটাগরি: করপোরেট ব্যক্তিদের জন্য ৬ হাজার ৫০০ টাকা ধরা হয়েছে। যেসব সুবিধা তাঁরা পাবেন—সামিটের পূর্ণ এক্সেস, প্রফেসর কটলার স্বাক্ষরিত ই-সার্টিফিকেট, এক সপ্তাহের জন্য ভিডিওর মাধ্যমে সব স্পিকারের সঙ্গে কথা বলার সুযোগ।
তৃতীয় ক্যাটাগরি: ভিআইপি ব্যক্তিদের জন্য ৮ হাজার ৫০০ টাকা ধরা হয়েছে। যেসব সুবিধা তাঁরা পাবেন—সামিটের পূর্ণ এক্সেস, ই-সার্টিফিকেট, এক মাসের জন্য ভিডিওর মাধ্যমে সব স্পিকারের সঙ্গে কথা বলার সুযোগ, মাস্টার ক্লাসে (অধিবেশন) অংশগ্রহণ, কটলার ইমপ্যাক্ট মাস্টার ক্লাসে অংশ নেওয়ায় প্রফেসর কটলার স্বাক্ষরিত ই-সার্টিফিকেট ও বিগব্যাং বুক–২০২০–এর পক্ষ থেকে স্পেশাল গিফট।

সবার জন্য থাকছে অংশগ্রহণ শেষে ওয়ার্ল্ড মার্কেটিং সামিট অ্যালামনাই হওয়ার সুযোগ, যা বিশ্বব্যাপী নিজের নেটওয়ার্ক তৈরির এক সুবর্ণ সুযোগ। শিক্ষক, গবেষক, করপোরেট ব্যক্তিত্বরা যাঁরা উচ্চশিক্ষা, এমফিল বা পিএইচডি করবেন, তাঁরা বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজ (বিআইআইএইচএস) থেকে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির সুযোগ পাবেন।
উল্লেখ্য, এবারের সামিট যৌথভাবে আয়োজন করেছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও কটলার ইমপ্যাক্ট ইনকরপোরেটেড। নিবন্ধনের শেষ তারিখ ২৫ অক্টোবর। সামিটের বিস্তারিত জানা যাবে https://wmsbangladesh.com/–এ