পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৮ শিক্ষার্থীর শাস্তি

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৮ শিক্ষার্থীকে শাস্তি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২ সেপ্টেম্বর-২০২০ উপাচার্য মীজানুর রহমানের সভাকক্ষে ‘শৃঙ্খলা কমিটি’র ৫৩তম সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ১৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘অপরাধের ধরন অনুযায়ী সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের এক থেকে দুই সেমিস্টার মেয়াদে বহিষ্কারসহ অর্থ জরিমানা করা হয়েছে।’