পরীক্ষায় সফলতা অর্জনের কৌশল নিয়ে প্রোগ্রাম মোনাশ কলেজের

বাংলাদেশের শিক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য অর্জনের কৌশল শেখাতে চায় অস্ট্রেলিয়ার মোনাশ কলেজ। তাদের প্রতিনিধি হয়ে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) এ কৌশলগুলো উপস্থাপন করবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউসিবি মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার বিশেষ অংশীদার প্রতিষ্ঠান। এটি বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকা মোনাশ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ মালিকানাধীন একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

চলতি মাসের ২৫ জুন বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ পর্যন্ত, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ এবং মোনাশ কলেজ অস্ট্রেলিয়া ‘ইফেক্টিভ প্রবলেম সলভিং: এক্সেলিং ইন টেস্টস’ শীর্ষক অনলাইন প্রশিক্ষণ সেশনের আয়োজন করতে যাচ্ছে। মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত এ সেশনে সম্পূর্ণ বিনা মূল্যে অংশ নেওয়া যাবে। সারা দেশের গ্রেড ৮ থেকে ১২-এ পড়ুয়া শিক্ষার্থী এবং শিক্ষকদের এই সেশনে আমন্ত্রণ করা হয়েছে এবং উপস্থিত সবাইকে সেশনে অংশগ্রহণের জন্য ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ সনদ প্রদান করা হবে।

সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেরেমি ব্রুয়ের এবং মূল বক্তব্য পেশ করবেন মোনাশ বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার সহ-ভাইস চ্যান্সেলর ও প্রেসিডেন্ট অধ্যাপক অ্যান্ড্রু ওয়াকার এবং মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জো মিথেন।

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের পরিচালক এবং বোস্টন কনসাল্টিং গ্রুপ মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক জারিফ মুনির জানান, মূল বক্তব্য সেশনে বাংলাদেশের শিক্ষার্থীরা এখানে অবস্থিত ইউসিবিতে কীভাবে মোনাশ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের পথে তাঁদের যাত্রা শুরু করতে পারেন, সে ব্যাপারে আলোচনা করবেন। শিক্ষার্থীরা মোনাশ বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন ইয়ার প্রোগ্রামে (অস্ট্রেলিয়ান ইয়ার ১২–এর সমতুল্য) বা মোনাশ কলেজ ডিপ্লোমাতে (মোনাশ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের সমতুল্য) যোগ দিতে পারবেন।

মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার ডিপ্লোমা বিভাগের লার্নিং স্কিলস অ্যাডভাইজরের টিম লিডার ক্যাথলিন ও’ব্রায়েন এবং মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার ডিপ্লোমা বিভাগের ল’ অ্যান্ড অ্যাকাউন্টিং বিজনেস ডিপ্লোমার টিম লিডার ড. মোহান নায়ার, স্টুডেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামটি পরিচালনা করবেন। প্রশিক্ষণটি সমস্যা সমাধানের দক্ষতা এবং পরীক্ষায় সফলতা অর্জনের কৌশল সম্পর্কে ধারণা দেবে। বিজ্ঞপ্তি