পাকিস্তানে ৬ মাস পরে খুলেছে স্কুল, দুই দিনে আবার বন্ধ ২২

পাকিস্তানের স্কুলে জীবাণুনাশক ছিটানো হচ্ছেছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে বন্দী লাখো মানুষ। সারা বিশ্বে একই ছবি। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে খুলতে শুরু করেছে শিক্ষাপ্রতিষ্ঠান। খুলেছে পাকিস্তানেও। বন্ধের ৬ মাস পরে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) খুলেছে স্কুল। কিন্তু এর দুদিন পরে দেশটির ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

এরই মধ্য পাকিস্তানের একটি মেডিকেল কলেজও বন্ধ করা হয়েছে।

পাকিস্তানের দ্যা ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) আজ বৃহস্পতিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ২২ টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। কোভিড-১৯ মোকাবিলার প্রস্তুতিতে ঘাটতি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলোর মধ্য ১৬টি খাইবার পাখতুন খাওয়ায়, একটি রাজধানী ইসলামাবাদে এবং পাঁচটি আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীর।

জুলাইয়ে সংক্রমণ কমতে থাকায় স্কুল খোলার কথা বলে ইমরান খানের সরকার। সম্প্রতি কোভিডে দৈনিক মৃত্যু ১০-১৫ এর মধ্য ও আক্রান্ত ৫০০-৭০০ এর নিচে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এরপরই বলা হয়, স্কুলে আসা ছাত্র-ছাত্রীদের প্রত্যেক দু সপ্তাহে একবার করে করোনা পরীক্ষা করা হবে। এ ছাড়া স্কুলে সামাজিক দূরত্ব মেনে চলা ও মাস্ক পরে থাকার কথা বলা হয়েছে। স্কুলে শিক্ষার্থীদের বসার জন্য কিছু পরিবর্তন করা হয়েছে। প্রতিটি সিটের মধ্যে দূরত্ব ৬ ফুট রাখা হয়েছে। স্কুলের বাইরেও গোল দাগ এঁকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। স্কুলে ঢোকার আগে স্যানিটাইজ করা হয় ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীদের একে অপরকে কোনো জিনিস দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

স্বাস্থ্যবিধি স্কুল খোলার ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করে বলেন, দেশের লাখো ছেলেমেয়ে স্কুলে যাবে। প্রতিটি ছেলেমেয়ে যাতে নিরাপদে স্কুলে যেতে পারে তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার ও সমষ্টিগত দায়িত্ব। ইমরান খান বলেন, স্কুলগুলো যাতে স্বাস্থ্য বিধি মেনে চলে, তাও নিশ্চিত করা হয়েছে।

শুধু স্কুল না, অন্য উচ্চ শিক্ষার জন্য ইনস্টিটিউটও খুলেছে ১৫ সেপ্টেম্বরে। প্রথম অবস্থায় স্কুলের নবম ও দশম শ্রেণির ক্লাস শুরু হয়েছে। এর পাশাপাশি কলেজ, বিশ্ববিদ্যালয়ও খুলেছে। পরিস্থিতি বিবেচনায় এ মাসের শেষের দিকে সব শ্রেণির ক্লাস শুরু হতে পারে।

প্রতিটি সিটের মধ্যে দূরত্ব ৬ ফুট রেখে খোলা হয়েছে পাকিস্তানের স্কুল
ছবি: সংগৃহীত

পাকিস্তান যেভাবে কোভিড-১৯ এর সঙ্গে মোকাবিলা করেছে, তা নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থাও প্রশংসা করেছে। হু পাকিস্তানের কাছ থেকে অন্য দেশগুলোকে করোনা মোকাবিলার ব্যাপারে শিক্ষা নিতেও বলেছিল।

কোভিডের কারণে বিশ্বের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী এখন স্কুলে যেতে পারছে না।

ইউরোপের মধ্যে প্রথম স্কুল খোলে ডেনমার্কে। কঠোর স্বাস্থ্য বিধি মেনে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয় দেশটি। ২ থেকে ১২ বছর বয়সী ছেলেমেয়েদের জন্য গত ১৫ এপ্রিল থেকে স্কুল খুলে দেওয়া হয়। সুইডেন, ইসরায়েল, জাপান, ইতালি, ব্রিটেন ও নিউজিল্যান্ডেও স্কুল খুলেছে।

ভারতেও ২১ সেপ্টেম্বর থেকে আংশিকভাবে স্কুল খুলে দেওয়ার কথা রয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কেবল স্কুল খোলার কথা রয়েছে। ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। বাবা-মা তথা অভিভাবকের অনুমতি পত্র নিয়ে স্কুলে যেতে হবে। তা ছাড়া যে কোনোও মুহূর্তে ৫০ শতাংশের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী যেন স্কুলে না থাকে এমন পরামর্শ দেওয়া হয়েছে। তথ্যসূত্র: গালফ নিউজ ও ডন