পাকিস্তানের স্কুল আবার খুলেছে

ইসলামাবাদ গার্লস মডেল কলেজের শিক্ষার্থীদের তাপমাত্রা মাপা হচ্ছে। সোমবার থেকে গ্রেড ৯ থেকে ১২ পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে। ছবি: এএফপি

পাকিস্তানের স্কুল আবার খুলেছে। করোনা সংক্রমণ কমে যাওয়ায় ২ মাস পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে। তবে সব শ্রেণির শিক্ষার্থীরা নয় গ্রেড ৯ থেকে ১২ পর্যন্ত ক্লাসের শিক্ষার্থীরা আজ সোমবার থেকে স্কুলে ফিরেছে। আর শিশু থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে আগামী ১ ফেব্রয়ারি থেকে।

শিক্ষামন্ত্রী সাফকাত মাহমুদ গতকাল রোববার টুইটারে শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, এদের ভবিষ্যৎই আমাদের মূল লক্ষ্য।

২ মাস পর পাকিস্তানের শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে
ছবি: এএফপি

জিও নিউজের খবরে বলা হয়েছে, স্কুল খোলার সিদ্ধান্ত আগেই ছিল। গত শনিবার কয়েকজন মন্ত্রী পরিস্থিতি পর্যালোচনার জন্য আবার সভা করেন। সেখানে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে পর্যালোচনা করা হয়। এর আগে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস খোলার কথা ছিল ২৫ জানুয়ারি থেকে। শনিবারের সভায় সিদ্ধান্ত হয়, ক্লাস শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে। এর পাশাপাশি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোও ১ ফেব্রুয়ারি থেকে খুলবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সংক্রমণের হার ও আক্রান্ত হওয়ার হার পর্যালোচনা করা হবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।