প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনাভাইরাস সংক্রমণের কারণে বিদ্যালয় বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের বদলি বন্ধ রাখার নির্দেশনা দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নয়জন বিভাগীয় উপপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে।
উপপরিচালকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, কোভিড-১৯-এর সংক্রমণের কারণে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষকদের সব প্রকার বদলি বন্ধ রাখা সমীচীন।

এই চিঠির অনুলিপি সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
সাধারণত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বদলির কাজটি হয় প্রতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। তবে এর বাইরে কিছু ক্ষেত্রে প্রধান শিক্ষকদের বদলির সুযোগ আছে।