ব্যবসার জ্ঞান বাড়াতে বিনা মূল্যে ইংরেজি কোর্স মার্কিন দূতাবাসের

ব্যবসায় ও ব্যবসায় উদ্যোগ গ্রহণ বিষয়ে জ্ঞান বাড়াতে বিনা মূল্যে অনলাইন কোর্স শুরু করেছে মার্কিন দূতাবাস
ছবি: দূতাবাসের ওয়েবসাইট

ব্যবসায় ও ব্যবসায় উদ্যোগ গ্রহণ বিষয়ে জ্ঞান বাড়াতে বিনা মূল্যে ইংরেজিতে অনলাইন কোর্স শুরু করেছে  মার্কিন দূতাবাস। বৈশ্বিক ব্যবসায় উদ্যোগ সপ্তাহ (GEW) ২০২০ কার্যক্রমের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট মাতৃভাষা ইংরেজি নয় এমন মানুষের মধ্যে ইংরেজিতে যোগাযোগের দক্ষতা বাড়াতে এ কোর্স শুরু করছে। অনলাইন কোর্সের জন্য এখন নিবন্ধন চলছে। ‘ইংলিশ ফর বিজনেস এন্ট্রাপ্রেনিউরশিপ সিলেবাস’ শীর্ষক কোর্সটি মাতৃভাষা ইংরেজি নয় এমন ও উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের মধ্যে ইংরেজি ভাষার দক্ষতা এবং ব্যবসা ও ব্যবসায় উদ্যোগ গ্রহণ বিষয়ে জ্ঞান বাড়াতে আগ্রহীদের জন্য প্রণয়ন করা হয়েছে।

মার্কিন দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে বলা হয়েছে, ১৮ ডিসেম্বর পর্যন্ত ছয় মডিউলের এই কোর্সে নিবন্ধন করতে পারেন অংশগ্রহণেচ্ছুরা। নিবন্ধনের পর এই অনলাইন কোর্স করতে অংশগ্রহণকারীরা দিন-রাত যেকোনো সময় লগইন করতে পারবেন। কোর্সের ছয়টি মডিউলের সবগুলো অবশ্যই ২৮ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে অংশগ্রহণকারীকে। ৭০ শতাংশ বা তার বেশি স্কোর নিয়ে আবশ্যকীয় কার্যক্রম সম্পন্নকারীরা একটি ডিজিটাল ব্যাজ ও সনদ পাবেন।

বিশ্বাসযোগ্য কোনো ব্যবসায় ধারণা প্রণয়নের সুযোগ শনাক্ত করা থেকে শুরু করে নতুন ব্যবসা হাতে নেওয়ার মূল উপাদানগুলোর বিষয়ে কোর্সটি ধাপে ধাপে নির্দেশনা দেবে। বিভিন্ন দৃষ্টান্ত বা কেস স্টাডি, নির্বাচিত পাঠ এবং ভিডিও বক্তৃতা মাধ্যমে যে কেউ শিখতে পারবেন, ঝুঁকি ও সুযোগ শনাক্ত করতে কীভাবে বাজার গবেষণাকে ব্যবহার করতে হয়, কীভাবে ব্যবসায় পরিকল্পনা বুঝতে ও তৈরি করতে হয় এবং কীভাবে বিনিয়োগকারী ও অর্থনৈতিক সহায়তা খুঁজে বের করা যায়, তা–ও ধারণা থাকবে এই কোর্সে। কোর্সটি স্বয়ংক্রিয় অর্থাৎ কোনো প্রশিক্ষকের সহায়তা ছাড়াই অংশগ্রহণকারীরা স্বাধীনভাবে এতে অংশ নিতে পারবেন।

কোর্স শেষে অংশগ্রহণকারীরা ইংরেজি পাঠ ও শ্রুতির দক্ষতা বাড়ানোর কৌশল চিহ্নিত করে এর প্রয়োগ ঘটাতে পারবেন। ব্যবসায় ও ব্যবসায় উদ্যোগ গ্রহণবিষয়ক মূল শব্দসম্ভার ব্যবহারপূর্বক অনুশীলনে সক্ষম হবেন অংশগ্রহণকারীরা। অর্থনীতিতে ব্যবসায় উদ্যোগ গ্রহণের ভূমিকা বিশ্লেষণ, ব্যবসায়ের বিভিন্ন মডেল শনাক্ত করা ও সেগুলোর তুলনা এবং বিভিন্ন প্রেক্ষাপটে কার্যকর বাজার গবেষণা ও কার্যকর ব্যবসায় পরিকল্পনার মূল উপাদানগুলোর মূল্যায়নে সক্ষম হবেন অংশগ্রহণকারীরা।

ডিসেম্বর পর্যন্ত এই কোর্সে নিবন্ধন করতে পারেন অংশগ্রহণেচ্ছুরা। কোর্স ২৮ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে অংশগ্রহণকারীকে
ছবি: দূতাবাসের ওয়েবসাইট

বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং ব্যবসা শুরু করতে তহবিল সংগ্রহের কৌশল চিহ্নিতকরণ ও প্রণয়নের অনুশীলনেও সক্ষম হবেন তাঁরা।

কোর্সে নিবন্ধনের জন্য https://www.canvas.net/browse/fhi/courses/english-business-entrepreneurship এ ঢুঁ মারতে হবে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের আমেরিকান ইংলিশ (AE) ই-টিচার প্রোগ্রামের মাধ্যমেও https://www.aeeteacher.org/node/273. কোর্স বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে।