ব্যাংককের সব স্কুল বন্ধ ঘোষণা

করোনার প্রকোপ বাড়তে থাকায় ৪ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ব্যাংককের স্কুলগুলো
ফাইল ছবি : রয়টার্স

করোনাভাইরাসের নতুন ঢেউ প্রতিরোধে থাইল্যান্ড সরকার রাজধানী ব্যাংককের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে। ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন (বিএমএ) জানিয়েছে, ১৭ জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এ সিদ্ধান্তের ফলে ব্যাংককের ৪৩৭টি স্কুল করোনার কারণে বন্ধ থাকবে। এ জন্য বর্ষবরণ উপলক্ষে দেওয়া ছুটির সঙ্গে আরও দুই সপ্তাহ অতিরিক্ত ছুটি যুক্ত করা হয়েছে। দেশটি দীর্ঘদিন করোনা নিয়ন্ত্রণে রাখতে পারলেও সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে শনাক্তের সংখ্যা। ফলে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে দেশটি।

ব্যাংকক পোস্টের খবরে বলা হয়েছে, বিএমএ জানিয়েছে, শিক্ষার্থী এবং সেবা খাতের সঙ্গে যুক্তদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এর ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছে, শহরের বিভিন্ন স্থান বন্ধ করে দেওয়া হবে। স্কুল ছাড়াও সব ডেকেয়ার, প্রশিক্ষণ কেন্দ্র, প্রিস্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ৪ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ব্যাংককের পার্কগুলো, ওয়াটার পার্ক, অ্যামুউজম্যান্ট পার্ক, খেলার মাঠ, ভ্র্যাম্যমাণ বাজার, মার্শাল আর্ট স্কুল, জিমনেসিয়াম, বিলিয়ার্ড হল, ম্যাসাজ পার্লার, বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, ইন্টারনেট দোকানসহ নানা ধরনের দোকান আপাতত বন্ধ থাকবে।

দেশটিতে গত শুক্রবার ২৭৯ জন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্য ২০ জন ব্যাংককের বাসিন্দা। ব্যাংককের দক্ষিণাংশে থাকা অভিবাসী শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়া করোনায় এখন দেশটিতে ভাইরাসটির নতুন ঢেউ সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। থাইল্যান্ডে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৭ হাজার ১৬৩ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৬৩ জন।