যোগ্যতাবিহীন শিক্ষকদের অবসর ভাতার বিষয়টি প্রক্রিয়াধীন: প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন
ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, সদ্য জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরে যাওয়া যোগ্যতাবিহীন শিক্ষকদের অবসর ভাতা মঞ্জুরির বিষয়টি প্রক্রিয়াধীন আছে। যোগ্যতাবিহীন শিক্ষক ছাড়া বাকিদের অবসর ভাতা নিয়মিত দেওয়া হচ্ছে। আজ রোববার জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে প্রশ্নটি উত্থাপিত হয়।

সরকারি দলের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সাত বছর তদূর্ধ্ব সাক্ষরতার হার ৭৪ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে পুরুষ ৭৬ দশমিক ৫ শতাংশ ও নারী ৭২ দশমিক ৩ শতাংশ। বর্তমানে ১৫ বছর তদূর্ধ্ব সাক্ষরতার হার ৭৪ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে পুরুষ ৭৭ দশমিক ৪ শতাংশ ও নারী ৭১ দশমিক ৯ শতাংশ।

বিএনপির আমিনুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ২০০৯–২০ সাল পর্যন্ত ৯৯ হাজার ৪৯৪ জন শিক্ষক-কর্মচারীকে ৪ হাজার ৩৭৫ কোটি টাকা অবসর ভাতা দেওয়া হয়েছে। নতুন বেতন স্কেল (২০১৫) অনুযায়ী অবসর ভাতার পরিমাণ কয়েক গুণ বেড়ে যাওয়ায় বর্ধিত স্কেলে ভাতা প্রদানে সময় লেগে যায়। এ কারণে আবেদনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। ২০১৮ সাল পর্যন্ত জমাকৃত সব আবেদনের ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে বলে তিনি জানান।