রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভিসির চলতি দায়িত্বে কোষাধ্যক্ষ আব্দুল লতিফ

মো. আব্দুল লতিফ
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য হিসেবে (ভিসি) চলতি রুটিন দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ (ট্রেজারার) মো. আব্দুল লতিফ। আজ মঙ্গলবার অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভিসির দায়িত্ব পালন শুরু করেন তিনি।

গতকাল সোমবার (১৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের মেয়াদ ১১ জুন শেষ হয়েছে। এ জন্য পরবর্তী ভিসি নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন (রুটিন ওয়ার্ক) চলতি দায়িত্ব হিসেবে মো. আব্দুল লতিফকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, মো. আব্দুল লতিফ আজ সকালে অতিরিক্ত দায়িত্ব হিসেবে (রুটিন ওয়ার্ক) উপাচার্যের চলতি দায়িত্ব বুঝে নিয়েছেন। পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি কোষাধ্যক্ষের পাশাপাশি উপাচার্যের দায়িত্বও পালন করবেন।

দেশের ৪০তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ২০১৭ সালে সিরাজগঞ্জের শাহজাদপুরে অস্থায়ীভাবে তিনটি কলেজের ভবনে কার্যক্রম শুরু করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে ২০১৭ সালের ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে শাহজাদপুর উপজেলা শহর থেকে প্রায় ছয় কিলোমিটার পশ্চিমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তৎকালীন জমিদারি ভূমিতে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ চলছে।