শেষ হলো প্রথম আলো যোসেফাইট ম্যাথম্যানিয়া ২০২০

প্রথম আলো যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২০ অনুষ্ঠিত হয়েছে
ফাইল ছবি

নতুনত্ব, বাস্তবিক চিন্তাভাবনা যাদের কাজের সঙ্গী, সেই তরুণদের মাধ্যমে গণিতের ভালোবাসা ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মাঝে। তাদের মাধ্যমে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গত ১৮ ডিসেম্বর অনলাইনে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম সেরা গণিত ক্লাব যোসেফাইট ম্যাথ ক্লাব কর্তৃক আয়োজিত ‘প্রথম আলো যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২০’।

প্রতিবছরই সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে যোসেফাইট ম্যাথ ক্লাব আয়োজন করে থাকে যোসেফাইট ম্যাথ ম্যানিয়া। তবে কোভিড-১৯ মহামারির কারণে এই বছর অনলাইনে অনুষ্ঠিত হয় এই গণিত উৎসব। উৎসবটি চারটি জনপ্রিয় প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠিত হয়। সেগুলো হলো ম্যাথ অলিম্পিয়াড, গুগল ইট, ম্যাথ মিমস এবং আইকিউ টেস্ট। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৩ হাজার শিক্ষার্থীর এই ইভেন্টগুলোতে অংশগ্রহণের মাধ্যমে উৎসব সফলভাবে সম্পন্ন হয়।

২০ ডিসেম্বরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ৪টি ইভেন্ট থেকে ৬৮ জন বিজয়ী হয়
ছবি: সংগৃহীত

২০ ডিসেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা হয় ফেসবুক লাইভে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুব কার্যক্রম ও ইভেন্টস বিভাগের প্রধান মুনির হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন যোসেফাইট ম্যাথ ক্লাবের চিফ মডারেটর স্বপন বিশ্বাস ও মডারেটর দীপক সরকার।

বিজয়ীদের নাম ঘোষণা করা হয় অনুষ্ঠানে। ৪টি ইভেন্ট থেকে মোট ৬৮ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ম্যাথ অলিম্পিয়াড ইভেন্টে ৫০ জন বিজয়ী হয়েছে, যারা সরাসরি বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করতে পারবে।

অংশগ্রহণকারীদের সবাই অংশগ্রহণের জন্য পাবে ই-সার্টিফিকেট।