সরকারি সাত কলেজে ভর্তি ও পরীক্ষা ফি কমানোর দাবি

সরকারি ৭ কলেজের ভর্তি ও পরীক্ষা ফি ৫০ শতাংশ কমানোসহ ৭টি দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজ শনিবার বেলা ৩টার দিকে দাবিগুলো স্মারকলিপি আকারে সরকারি ৭ কলেজের ফোকাল পয়েন্টের কাছে জমা দিয়েছেন পরিষদের নেতা-কর্মীরা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দাবিগুলো ৭ কলেজের শিক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি (ফোকাল পয়েন্ট) কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকারের কাছে স্মারকলিপি আকারে দেয়। দাবিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো—করোনা পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া, পরীক্ষার আগে স্বাস্থ্যবিধি মেনে কলেজের আবাসিক হলগুলো খুলে দেওয়া, প্রতি পরীক্ষার মধ্যে ন্যূনতম দুদিন বিরতি দেওয়া, সব আবাসিক হলের শিক্ষার্থীদের ২০১৯-২০ বর্ষের হল ফি মওকুফ করা, পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা।

পরিষদ বলছে, করোনা পরিস্থিতিতে অধিভুক্ত সরকারি সাত কলেজের (ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ) শিক্ষার্থীরা নানা সমস্যায় পড়েছেন। তাঁদের দাবিগুলো শিক্ষার্থীদের এসব সমস্যা সমাধানের লক্ষ্যে।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান, কবি নজরুল কলেজের শাখার সাধারণ সম্পাদক বিপ্লব পাটোয়ারী, তিতুমীর কলেজ শাখার সভাপতি সুহেল মৃধা ও সাধারণ সম্পাদক খোরশেদ, বাঙলা কলেজ শাখার সাধারণ সম্পাদক আশিক ও সোহরাওয়ার্দী কলেজ শাখার সাধারণ সম্পাদক কাউসার আলী।