সহকারী পিটিআই সুপারের দায়িত্ব পেলেন ৬৮ ইনস্ট্রাক্টর

বাংলাদেশ সরকার

দেশের বিভিন্ন পিটিআইয়ের ৬৮ জন ইনস্ট্রাক্টরকে সহকারী সুপার পদের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের বিভিন্ন পিটিআইয়ে পদায়ন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গণশিক্ষা মন্ত্রণালয় থেকে তাঁদের সহকারী পিটিআই সুপারের চলতি দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ চলতি দায়িত্বকে পদোন্নতি হিসেবে গণ্য করা যাবে না। সরাসরি নিয়োগের মাধ্যমে কর্মকর্তা পদায়ন করা হলে চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে ফেরত যাবেন। চলতি দায়িত্ব পাওয়া কর্মকর্তার পদোন্নতি না হওয়া পর্যন্ত মূল পদ বা ফিডার পদ শূন্য ঘোষণা করা যাবে না।