স্কুল নিরাপদ, শিশুদের পাঠান, মা–বাবার প্রতি বরিস জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ছবি: ইউটিউব

করোনাভাইরাসের মধ্যে ব্রিটেনে শিশুদের স্কুলে পাঠানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ সোমবার থেকে স্কুল খোলা আছে—এমন এলাকাগুলোয় সন্তানদের স্কুলে পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল রোববার বিবিসিতে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে বরিস জনসন এ আহ্বান জানান।

বরিস জনসন বলেন, স্কুল যে নিরাপদ—এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে লন্ডন ও এর দক্ষিণ–পূর্ব এলাকায় নতুন করোনার স্ট্রেইন ছড়িয়ে পড়ায় দুই সপ্তাহের স্কুল বন্ধের বিষয়টি ব্যতিক্রম। শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি খুব কম এবং শিক্ষার উপকার অনেক বেশি। শিশুদের লেখাপড়া সবার আগে। স্কুল নিরাপদ। তাই তাদের স্কুলে পাঠাতে হবে।

উচ্চশিক্ষা,সোমবার থেকে খুলছে ব্রিটেনের স্কুলগুলো
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বেশির ভাগ প্রাথমিক স্কুল আজ থেকে খুলছে। যদিও ব্রিটেনের শিক্ষক ইউনিয়ন স্কুল বন্ধ রাখার পক্ষে তাদের অবস্থান জানিয়েছে। তারা বলছে, স্কুলের কর্মীদের কাজে যোগদান নিরাপদ নয় এবং সব কটি প্রাথমিক বিদ্যালয়ে দূরশিক্ষণ কার্যক্রম চালু করা উচিত।