স্মার্টফোন কিনতে ১০ হাজার রুপি পাচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা

ছবি : রয়টার্স

করোনাভাইরাস বিশ্বে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের ক্লাসের পড়া চলছে অনলাইনে। বিশ্বের অনেক দেশের শিক্ষার্থী অনলাইনে ক্লাস করতে পারে না স্মার্টফোন বা অনলাইনে ক্লাস করার উপকরণ না থাকায়। তাই অনেক দেশের সরকার বিনা মূল্যে ইন্টারনেট ও ফোন দিয়েছে শিক্ষার্থীদের। ভারতের কয়েকটি রাজ্যও শিক্ষার্থীদের সহায়তা করছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অর্থসহায়তা দিচ্ছে।

অনলাইনে পড়ালেখার সুবিধার জন্য দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ১০ হাজার করে রুপি দিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সব সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই সহায়তা পাবে। রাজ্য সরকারের এ উদ্যোগের ফলে উপকৃত হবে ওই রাজ্যর স্কুল ও মাদ্রাসার ৯ লাখ ৫০ হাজার শিক্ষার্থী। এ অর্থে শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো স্মার্টফোন বা ট্যাব কিনতে পারবে। করোনার মধ্যই ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন দ্বাদশে পড়ুয়া শিক্ষার্থীরা। তাঁদের অনলাইন ক্লাস করতে সুবিধার জন্যই এই অর্থ দেওয়া হচ্ছে।

পশ্চিমবঙ্গে ১৪ হাজার উচ্চমাধ্যমিক স্কুল ও ৬৩৬টি মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বাদশে পড়ুয়ারা এ অর্থ পাবে।

রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যর দ্বাদশে পড়ুয়া শিক্ষার্থীদের ১০ হাজার করে রুপি দেওয়া হবে। এই অর্থ পাওয়ার জন্য শিক্ষার্থীদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সরকারের এ অর্থ জমা হয়ে যাবে।

তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী সাড়ে ৯ লাখ ট্যাব কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু ১ থেকে দেড় লাখের বেশি ট্যাব এই মুহূর্তে বাজারে নেই। আবার ভারতের কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা থাকায় চীন থেকে ট্যাব আমদানির পথেও আমরা যাইনি। এই পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে রাজ্য সরকার দ্বাদশ শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীর অ্যাকাউন্টে ১০ হাজার করে রুপি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস