ঢাকা কলেজে ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে গ্রন্থপাঠ প্রতিযোগিতার আয়োজন

ঢাকা কলেজ
ছবি: সংগৃহীত

ঢাকা কলেজের একাদশ শ্রেণির (২০২২–২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ শীর্ষক গ্রন্থপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

৩ সেপ্টেম্বর কলেজের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। এতে বলা হয়, এই প্রতিযোগিতায় একাদশ শ্রেণির সব ছাত্রকে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে। ২৫ মিনিটে মোট ৫০ নম্বরের এই প্রতিযোগিতা হবে। মোট প্রশ্ন থাকবে ২৫টি। প্রতিটি প্রশ্নের নম্বর দুই। উত্তর এক কথায় দিতে হবে। প্রতিযোগিতায় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় প্রাপ্ত নম্বর পরীক্ষা কোড হিসেবে বার্ষিক পরীক্ষায় যোগ হবে এবং পাস নম্বর ৫০ শতাংশ। অর্থাৎ ৫০ নম্বরের মধ্যে কমপক্ষে ২৫ পেতে হবে। এই প্রতিযোগিতায় অকৃতকার্য হলে কোনোভাবেই দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করা হবে না। এ জন্য শিক্ষার্থীদের ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।