শুরু হচ্ছে পুষ্টি–প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব 

শুরু হচ্ছে পুষ্টি–প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব ২০২৩। সারা দেশে ৩৫টি জেলা ও রাজধানীতে ৫টি আঞ্চলিক বিতর্ক উৎসবের প্রস্তুতি নিয়ে শুরু হচ্ছে এ আয়োজন। গতকাল বুধবার এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়।

আগামী তিন মাসে বিভিন্ন পর্বে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে। বিতর্ক হবে সনাতন পদ্ধতিতে। ২০১৮ সালের পর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পুষ্টি–প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব। দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সেরা বিতার্কিকদের তুলে আনাই উৎসবের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকেরা। 

পুষ্টি টি কে গ্রুপের একটি ব্র্যান্ড। প্রস্তুতি সভায় টি কে গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বিতার্কিকেরাই ভবিষ্যতে দেশ গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে থেকে সচেতন প্রজন্ম তৈরি করাই আয়োজনের প্রধান উদ্দেশ্য। কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ থেকেই এ আয়োজন বলে উল্লেখ করেন তিনি।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার পৃষ্ঠপোষক আনিসুল হক, প্রথম আলো বন্ধুসভার সভাপতি উত্তম রায়, ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসিনা মোস্তাফিজ, প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভিশন বিভাগের মহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ, বিতর্ক উৎসবের সমন্বয়ক সাইদুজ্জামান রওশন এবং প্রথম আলোর হেড অব কালচারাল অ্যাফেয়ার্স কবির বকুল।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভার সদস্যরা এ উৎসব নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন প্রস্তুতি সভায়। পুষ্টি–প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব ২০২৩–এর মধ্য দিয়ে দেশজুড়ে দক্ষ বিতার্কিকদের মধ্যে সেতুবন্ধ তৈরি হওয়ার প্রত্যাশা করেন তাঁরা।