ইনস্টাগ্রামে গ্রুপ চ্যাট চালু করবেন যেভাবে

ইনস্টাগ্রামে সহজেই গ্রুপ চ্যাট সুবিধা চালু করা যায়মেটা

ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও প্রকাশের পাশাপাশি পরিচিতদের সঙ্গে নিয়মিত বার্তা আদান-প্রদান করেন অনেকে। কখনো কখনো নির্দিষ্ট বিষয়ে একাধিক বন্ধু, পরিবারের সদস্য বা পরিচিতদের সঙ্গে বার্তা আদান-প্রদানের প্রয়োজন হয়। ইনস্টাগ্রামের গ্রুপ চ্যাট সুবিধা কাজে লাগিয়ে চাইলেই একাধিক ব্যক্তির সঙ্গে একসঙ্গে বার্তা আদান-প্রদান করা সম্ভব। ইনস্টাগ্রামে গ্রুপ চ্যাট সুবিধা চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।

গ্রুপ চ্যাট সুবিধা চালুর জন্য ইনস্টাগ্রাম অ্যাপের মেসেজ আইকন নির্বাচন করে পরের পৃষ্ঠার ওপরের ডানদিকে থাকা কম্পোজ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ অপশন ট্যাপ করার পর নির্বাচিত ব্যক্তিদের নাম নির্বাচন করে নিচে থাকা ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ বাটনে ক্লিক করতে হবে। এবার ‘নেম দিস গ্রুপ’ অপশনে গ্রুপের নাম লিখে ‘প্রেস’ বাটন নির্বাচন করলেই ইনস্টাগ্রামে নামসহ গ্রুপ চ্যাট সুবিধা তৈরি হয়ে যাবে।

অনেক সময় বন্ধু বা পরিচিত ব্যক্তিরা না জানিয়েই তাঁদের তৈরি ইনস্টাগ্রাম গ্রুপ চ্যাটে অন্যদের যুক্ত করেন। এর ফলে গ্রুপের নীতিমালা বা সদস্যদের অবাঞ্ছিত বার্তা বিনিময়ের কারণে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে চাইলেই ইনস্টাগ্রামের যেকোনো গ্রুপ চ্যাট থেকে বের হয়ে আসা যায়। ইনস্টাগ্রামে গ্রুপ চ্যাট থেকে বের হওয়ার জন্য প্রথমে ‘গ্রুপ চ্যাটবক্স’ অপশনে প্রবেশ করে ওপরে থাকা নিজের অ্যাকাউন্টের নাম ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় ‘লিভ’ অপশনে ট্যাপ করলেই একটি পপআপ বার্তা দেখা যাবে। এবার পুনরায় ‘লিভ’ অপশনে ট্যাপ করতে হবে।