বিএসএমএমইউয়ে নতুন উপাচার্য

অধ্যাপক দীন মো. নূরুল হক
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক দীন মো. নূরুল হক। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক।

আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ। দীন মো. নূরুল হক বিদায়ী উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে ২৮ মার্চ।

নতুন উপাচার্যের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ ২৯ মার্চ থেকে কার্যকর হবে। উপাচার্য হিসেবে অধ্যাপক দীন মো. নূরুল হকের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ে আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। অধ্যাপক দীন মো. নূরুল হক অবসরের সময় যেই পদে ছিলেন,  উপাচার্য পদে তিনি সেই পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তবে বিধি অনুযায়ী উপাচার্যের পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন।