জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের সময় এক দিন বাড়ল

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণাফাইল ছবি

গুচ্ছভুক্ত সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের সময় এক দিন বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

আগের সময় অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ ছিল। ১২ ফেব্রুয়ারি শুরু হয় এই আবেদন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির আবেদন চলাকালে কারিগরি ত্রুটির কারণে এক দিন আবেদন কার্যক্রম বিঘ্নিত হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে ভর্তি-ইচ্ছুকদের সুবিধার্থে আবেদনের সময় এক দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

আগামী ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মাধ্যমে শুরু হবে এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা। এরপর ৩ মে ‘বি’ ইউনিটের (মানবিক) এবং ১০ মে ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত। আর বাকি দুই ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।