বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, দৃশ্যমান উদ্যোগ নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে কর্মবিরতিতে থাকা শিক্ষকদের অবস্থান কর্মসূচিছবি: প্রথম আলো

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচি নিয়ে প্রজ্ঞাপন বাতিল করাসহ তিন দফা দাবিতে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। আজ বুধবার টানা ১০ দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। দৃশ্যমান কোনো উদ্যোগও নেই।

এর ফলে পরিস্থিতি জটিল হচ্ছে। ক্লাস–পরীক্ষা বন্ধ আছে। ক্ষতির মুখে পড়েছেন শিক্ষার্থীরা। প্রশাসনিক কাজও হচ্ছে না। এতে নানামুখী সেবাও বন্ধ হয়ে গেছে।
টানা কর্মবিরতির দশম দিনে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়ে দেখা গেল, প্রতিদিনের মতো আজও শিক্ষকেরা কলাভবনে অবস্থান নিয়ে নিজেদের দাবির কথা তুলে ধরছেন।
 

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া বলেছেন, সরকারের সঙ্গে তাঁদের যোগাযোগ হচ্ছে। তবে এখনো সরাসরি আলোচনা হয়নি। এ সমস্যার সমাধান হয়ে গেলে তাঁরা শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, তা অতিরিক্ত ক্লাস বা অনলাইনে ক্লাস নিয়ে পুষিয়ে দেবেন।