ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পড়াবে এআই অধ্যাপক

চ্যাটজিপিটি-৪ ও এআই প্রযুক্তিচালিত অধ্যাপক এএমআই অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষার্থীদের নতুন যুগের শিক্ষাদানে সক্ষম
ছবি: সংগৃহীত

ভারতের বেসরকারি অ্যামিটি বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অধ্যাপক নিয়োগ দেওয়া হয়েছে। দেশটিতে প্রথমবারের মতো কোনো বিশ্ববিদ্যালয়ে এআই অধ্যাপক নিয়োগ দেওয়া হলো। অনলাইনের উচ্চশিক্ষার ক্ষেত্রে এই এআই অধ্যাপক নিয়োগ দিল শিক্ষাপ্রতিষ্ঠানটি। এর নাম শিক্ষাপ্রতিষ্ঠানটি দিয়েছে ‘এএমআই’।

আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটি-৪ ও এআই প্রযুক্তিচালিত অধ্যাপক এএমআই অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষার্থীদের নতুন যুগের শিক্ষাদানে সক্ষম। শিক্ষার্থীদের অনলাইনভিত্তিক ক্ষমতা, উন্নতির ক্ষেত্র ও শিক্ষাপদ্ধতির নতুনত্ব শিক্ষার্থীদের শেখাবে এই অধ্যাপক। বিশ্ববিদ্যালয়টি বলছে, এআই অধ্যাপকের সেবা পাবেন সবাই। বিশেষ করে, শিক্ষার্থীদের সন্তুষ্টি, উন্নত শিক্ষা উপকরণ, দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের উপকৃত করবে।

ভারতের অ্যামিটি বিশ্ববিদ্যালয় এআই অধ্যাপক নিয়োগ দিয়েছে
ছবি: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষার চেয়ারম্যান অজিত চৌহান বলেন, ‘অনলাইনে উচ্চশিক্ষার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অধ্যাপক নিয়োগ দিতে পেরে আমরা আনন্দিত। অধ্যাপক ‘এএমআই’ বর্তমান সময়ে চাহিদা অনুসারে শিক্ষাদানে সক্ষম ও শিক্ষাদান সহজতর করবে। অনলাইন শিক্ষার যাত্রার সময়ে এটি মূলত ব্যক্তিগতভাবেই ব্যবহৃত হতো। আমরা বিশ্বাস করি, প্রত্যেক শিক্ষার্থী স্বতন্ত্র ও সবার ভিন্নভাবে শেখার প্রয়োজন আছে এবং অধ্যাপক এএমআই বৈচিত্র্যপূর্ণ এসব প্রয়োজনের সমাধান দেবে।’

এই অধ্যাপক রেকর্ড করা ভিডিও লেকচার সরবরাহ করতে পারে। শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দিতে পারে। এএমআই শিক্ষার্থীদের সপ্তাহের প্রতিদিনই ২৪ ঘণ্টা সহায়তা দিতে পারে। অ্যামিটি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ডিগ্রি কোর্সগুলোয় অধ্যাপক এএমআইয়ের নিয়োগের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণ সহজ, নমনীয় ও অর্থ সাশ্রয়ী হবে।

চ্যাটজিপিটি প্রযুক্তির মতো ভারতের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস) নিজস্ব প্রযুক্তি বানাচ্ছে। এই এআই প্রযুক্তি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহারের উপযোগী কোড লিখতে ও তৈরি করে দিতে পারবে।