বিইউবিটিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ওরিয়েন্টেশনে উপস্থিত অতিথিরা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) স্প্রিং ও ফল সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিজনেস, সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, আইন, প্রকৌশল ও ফলিতবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা ওরিয়েন্টেশনে অংশ নেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. শামসুল হুদা, উপাচার্য মো. ফায়াজ খান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলী নূর ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।