গুলশানে ‘স্টাডি ইন অস্ট্রেলিয়া এক্সপো’ আগামীকাল

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য মেন্টরস স্টাডি অ্যাব্রোড আয়োজন করতে যাচ্ছে ‘স্টাডি ইন অস্ট্রেলিয়া এক্সপো’। আগামীকাল মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান–২–এর লেকশোর হোটেলে এই এক্সপো শুরু হবে।

এক্সপোয় অংশ নিচ্ছে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। এতে উপস্থিত থাকবেন ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। আগ্রহী শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া ও স্কলারশিপ–সংক্রান্ত যাবতীয় তথ্য সরবরাহ করবেন তাঁরা।

শিক্ষার্থীরা চাইলে নিজেদের একাডেমিক ও প্রফেশনাল প্রোফাইল যাচাই করে নিতে পারবেন, যা ভর্তির প্রক্রিয়ায় সহায়ক হবে। পাশাপাশি মেন্টরস স্টাডি অ্যাব্রোডের অভিজ্ঞ কাউন্সেলররা প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় বাছাই, আবেদনপত্র পূরণসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

এক্সপোয় শুধু শিক্ষাপ্রতিষ্ঠানই নয়, অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী হিসেবে অবস্থান, ভিসাপ্রক্রিয়া ও জীবনযাত্রা সম্পর্কেও জানার সুযোগ থাকছে। আগামীকাল সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে এক্সপো চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এই আয়োজন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পরিকল্পনাকে আরও সহজ ও ফলপ্রসূ করবে বলে মনে করছেন আয়োজকেরা।

আগ্রহী শিক্ষার্থীরা নিচের লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবেন:

https://tinyurl.com/yeykwymn