এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি

শ্রেণিকক্ষে পাঠদান করছেন এক শিক্ষক
ফাইল ছবি

এমপিওভুক্ত (বেতন বাবদ মাসিক অনুদানপ্রাপ্ত) সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজশিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি)। গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে শিক্ষকনেতারা এই দাবি করেন।

আলোচনায় প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ পরিষদের সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম হান্নান। তিনি বলেন শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি বৈষম্য দূর করা সময়ের দাবি। এ জন্য সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের কোনো বিকল্প নেই। আসন্ন ঈদের আগেই সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষক-কর্মচারীদেরও শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি জানান তিনি।

সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ কলেজশিক্ষক সমিতির সভাপতি ইসহাক হোসেনের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য দেন শিক্ষকনেতা মুজিবুর রহমান হাওলাদার, এ কে এম আবদুল্লাহ প্রমুখ।