বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ

এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আয়োজন–সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উদ্বোধন করা হয় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো ২০২৫’ছবি: বিজ্ঞপ্তি

শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড আয়োজন করেছে ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো ২০২৫’। গতকাল রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত দিনব্যাপী এই এক্সপোতে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সম্ভাবনা সম্পর্কে নানা তথ্য তুলে ধরা হয়।

এক্সপোর উদ্বোধন করেন এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাব্বানী হোসাইন, পরিচালক সাজ্জাদুর রহমান ও মহাব্যবস্থাপক ফারহানা নাজরিন। উদ্বোধনী বক্তব্যে আয়োজকেরা শিক্ষার্থীদের বিনা মূল্যে ভিসা ও ভর্তি–সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এক্সপোতে অস্ট্রেলিয়ার ৩০টির বেশি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল গ্রুপ অব এইটের অন্তর্ভুক্ত ইউনিভার্সিটি অব অ্যাডিলেড, মোনাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং ম্যাককুয়েরি ইউনিভার্সিটি। শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পান, স্কলারশিপ সম্পর্কে জানতে পারেন এবং উপস্থিত ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন।

এক্সপোতে ব্যবসা, আইন, চিকিৎসাবিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, ডেটা সায়েন্স, জৈবপ্রযুক্তি, স্বাস্থ্যবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের ওপর উচ্চশিক্ষার সুযোগ তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা শিক্ষার্থীদের ভর্তি যোগ্যতা, ভিসাসংক্রান্ত প্রক্রিয়া এবং খণ্ডকালীন চাকরির সুযোগ সম্পর্কে দিকনির্দেশনা দেন, যা ভবিষ্যৎ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর ছিল।