দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আবার বিষয় ও গ্রুপ পরিবর্তনের সুযোগ

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন টিসি, বিষয়, গ্রুপ, ভার্সন, শিফট ও ছবি পরিবর্তনের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০২১-২২ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা অনলাইন টিসি, বোর্ড পরিবর্তনের মাধ্যমে ছাড়পত্র, বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন ও ছবি পরিবর্তন ও ভর্তি বাতিল করতে পারছে।

গত বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম চলছে। এ কার্যক্রম চলবে ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, এ কার্যক্রম অনলাইনে চলবে।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রতি বিষয় পরিবর্তনে ২০০ টাকা, বিভাগ বা গ্রুপ পরিবর্তনে ৮০০ টাকা, অনলাইন টিসি বা বিটিসির জন্য ৭০০ টাকা, ভর্তি বাতিলের জন্য ৬০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

আর শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলের জন্য কোনো ফি লাগবে না।
এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর থেকে এ বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অনলাইন টিসি, বিষয়, গ্রুপ, ভার্সন, শিফট ও ছবি পরিবর্তনের সুযোগ পেয়েছিল।