এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ২৯ পরীক্ষার্থীকে বহিষ্কার
এইচএসসি ও সমমানের পরীক্ষার দিনে আজ মঙ্গলবার অসদুপায় অবলম্বনের জন্য ২৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। এদিন বৃষ্টির কারণে অনেক শিক্ষার্থীকে ভোগান্তি পোহাতে হয়েছে।
৩০ জুন শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির হিসাব অনুযায়ী বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ১৫ জন ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের (উল্লেখ, বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত) অধীন। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ৪ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ১০ জন।
প্রথম দিনে অনুপস্থিত পরীক্ষার্থীসহ আজকের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ১০ হাজার ৪৪০ জন, মাদ্রাসায় ৩ হাজার ২৬৯ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ১ হাজার ৩৮৪ পরীক্ষার্থী অনুপস্থিত।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, বন্যার কারণে ফেনীর দুটি উপজেলায় (ফুলগাজী ও পরশুরাম) শুধু আজ মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য এলাকার পরীক্ষা ঠিকমতো হয়েছে। আগামী পরীক্ষাগুলোও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ৯ জুলাই থেকে বাকি পরীক্ষাগুলো যথারীতি চলবে।