ঈদের আগে খুলছে না চারুকলা ইনস্টিটিউট

মূল ক্যাম্পাসে ফিরে যেতে আন্দোলন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম, ২ ফেব্রুয়ারি
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট আগামী ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৬ এপ্রিল পর্যন্ত ইনস্টিটিউটের ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অন্য আরেক ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটি শুরু হবে ৭ এপ্রিল থেকে। সেই হিসাবে চারুকলার ঈদের আগে আর খুলবে না।

২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ৫৪২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তের আলোকে চারুকলা ইনস্টিটিউটের একাডেমিক ভবন, আবাসিক হোস্টেল, অন্যান্য অবকাঠামো উন্নয়ন ও সংস্কারকাজ চলছে। এ সংস্কারকাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ৬ এপ্রিল পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের বন্ধ বাড়ানো হয়। এ সময় কোনো শিক্ষার্থী ইনস্টিটিউটে অবস্থান করতে পারবেন না। এ নির্দেশনা ঈদের ছুটিতে বলবৎ থাকবে।

শ্রেণিকক্ষের পলেস্তারা খসে পড়ার পর গত বছরের ২ নভেম্বর থেকে ২২ দফা দাবিতে আন্দোলন করছিলেন চারুকলার শিক্ষার্থীরা। এরপর ৫ নভেম্বর থেকে শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসে ফিরে আসার এক দফা দাবিতে আন্দোলন করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ২ ফেব্রুয়ারি বিকেলে চারুকলা ইনস্টিটিউটের শ্রেণির কার্যক্রম এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভবন সংস্কারের কথা বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি শিক্ষার্থীদের চারুকলা ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ইনস্টিটিউট বন্ধের পর থেকেই শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন। তবে ৯ ফেব্রুয়ারি ওই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার ঘটনা ঘটে।