ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার রাখার নির্দেশ

ডেঙ্গু রোগের বাহক এডিস মশাছবি: রয়টার্স

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তা তদারকি করার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে মাউশি। আজ বুধবার মাউশির এক অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়।

মাউশির আদেশে জানানো হয়, গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটির’ সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে। ওই সভায় সিদ্ধান্ত হয়েছিল ‘২০২৪ সালে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদান করতে হবে।’

এদিকে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা মোকাবিলায় জনসচেতনতার জন্য জেল প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ডিসি সম্মেলনের শেষ দিনে আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের কাছে এই নির্দেশনার কথা জানান মন্ত্রী।