সময়মতো পরীক্ষা ও নিরাপদ শিক্ষাজীবনের দাবিতে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মানববন্ধন

১ / ৪
সময়মতো পরীক্ষা ও নিরাপদ শিক্ষাজীবনের দাবিতে রাজধানীর ইস্কাটনের প্রভাতী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন। মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালের সামনেছবি: মোশতাক আহমেদ

সময়মতো পরীক্ষা ও নিরাপদ শিক্ষাজীবনের দাবিতে আজ মঙ্গলবার রাজধানীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। কিছুক্ষণ আগে রাজধানীর ইস্কাটনের প্রভাতী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা মগবাজার ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন করেছে।

এ ছাড়া বেলা ১১টার দিকে হরতাল ও অবরোধের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

শিক্ষার্থীরা ‘আমরা সময়মতো পরীক্ষা দিতে চাই, ‘আমরা ক্লাস করতে চাই’ ‘আমরা শিক্ষার উপযোগী পরিবেশ চাই’সহ নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন।

মগবাজারে মানববন্ধনে অংশ নেওয়া নবম শ্রেণির এক ছাত্রী বলে, ‘আমরা নিরাপদভাবে পড়াশোনা করতে চাই।’ বিদ্যালয়ের একজন শিক্ষক রমনা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেই এমন মানববন্ধন হওয়ার কথা জানান।

পরে সেখান থেকে পার্শ্ববর্তী মগবাজার মোড়ের কাছে ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সামনে গিয়ে একই দাবিতে ছাত্রীদের মানববন্ধন করার তথ্য জানা গেল। মানববন্ধন শেষে এক ছাত্রী বলল, নভেম্বর-ডিসেম্বর মাসে তারা হরতাল-অবরোধ চায় না। কারণ, এই সময়ে পরীক্ষা থাকে।

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো গত ২৯ অক্টোবর থেকে অবরোধ–হরতালের মতো কর্মসূচি পালন করে আসছে। চলমান হরতাল-অবরোধের মধ্যেও চলছে স্কুলের বার্ষিক পরীক্ষা। প্রতি সপ্তাহে রোববার–সোমবার ও বুধবার–বৃহস্পতিবার হরতাল ও অবরোধের মতো কর্মসূচি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা চরমভাবে ব্যাহত হচ্ছে। সময়মতো পরীক্ষা ও নিরাপদ শিক্ষাজীবনের দাবিতে আজ মঙ্গলবার রাজধানীতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।