ওআইসির বৃত্তি, স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে
ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোর জন্য বৃত্তির আবেদন গ্রহণ চলছে। এ বৃত্তির আওতায় কোনো টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ ওআইসিভুক্ত ৫৭টি সদস্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ওআইসিভুক্ত ৫৭টি দেশের নাগরিকেরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে।
এ স্কলারশিপের আওতায় কমস্যাটস বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীরা কয়েকটি বিভাগে পড়াশোনা করতে পারবেন। কম্পিউটার সায়েন্স, ম্যানেজমেন্ট সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, জীববিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান এবং আবহাওয়াবিদ্যা।
কমস্যাটস বিশ্ববিদ্যালয় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত। প্রতিবছর এ বিশ্ববিদ্যালয়ে মোট ১০০টি বৃত্তির জন্য ওইআইসির ৫৭ দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। এর মধ্যে ওআইসির জন্য ৫০টি এবং দ্য ইসলামিক এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আএসইএসসিও) জন্য বাকি ৫০টি বৃত্তি দেওয়া হয়।
সুবিধা
এ বৃত্তি পেলে কোনো টিউশন ফি ছাড়াই পড়াশোনা শেষ করা যাবে।
আবেদনের প্রক্রিয়া
কম্পিউটার সায়েন্স, ম্যানেজমেন্ট সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, জীববিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান এবং আবহাওয়াবিদ্যায় আবেদনের জন্য যোগ্যতার ভিন্নতা রয়েছে। কমস্যাটস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদনের বিস্তারিত পাওয়া যাবে।
**বৃত্তির বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
***আবেদন করতে ক্লিক করুন এখানে।